রমিত সরকার, তাহেরপুর : লক্ ডাউনে বাড়ির মেয়েরা বাইরে বের হতে পারছেন না। মেয়েরা নিজেদের আনেক প্রয়োজনের কখা মুখ ফুটে লজ্জাতে বলতেও পারেনা।
নাড়ী শক্তি থেমে থাকবে না, এই ভাবনা কে সামনে রেখে তাহেরপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের সদস্যা রণাঘাট কলেজের প্রথম বর্ষের তিন ছাত্রী সোমা সেন, সর্মিতা ঘোষ, সোনিয়া দাস লক্ ডাউনের প্রথম পর্যায় থেকে এখন পর্যন্ত ফোন এর মাধ্যমে যোগাযোগ করে ১৭০ টি মেয়ে-র হাতে স্যানিটারী ন্যাপকিন তুলে দিয়েছে। যাতে লজ্জার কারনে কোন বোন বা মায়েদের সমস্যা না হয়।
এই বিষয়ে নদীয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ধীমান ভট্টাচার্য্য বলেন, “সারা রাজ্যের মানুষের পাশে দাড়িয়েছে আমাদের নেত্রী, তার আদর্শে তাহেরপুর শহর টিএমসিপি এর বোনেরা আমাদের মা বোনেদের পাশে এই মহামারীর সময় দাড়িয়েছে, আগামী তে আরো নারী শক্তির সহযোগিতায় ওরা তিন জন আরও এগিয়ে আাসবে।”