শ্রাবণ মাসে পাঁচটি সোমবার পাওয়ায় বাড়তি উচ্ছাস উন্মাদনা শৈব উপাসকদের মধ্যে

Social

মলয় দে নদীয়া:- বেশ কয়েক বছর বাদে আবারো শ্রাবণ মাসে ৫ টি সোমবার পাওয়া গেছে, স্বভাবতই শৈব উপাসকদের মধ্যে বাড়তি উন্মাদনা এই নিয়ে। আজ চতুর্থ সোমবার দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা পৌঁছে যান তাদের নিকটবর্তী শিব মন্দিরে। নদীয়ার শান্তিপুরে অবস্থিত বহু প্রাচীন মন্দিরে সকাল থেকেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

প্রায় ৩৫০ বছর আগে সাধক বিজয় কৃষ্ণ গোস্বামী প্রচন্ড ক্ষরায় এলাকার ভক্তবৃন্দের মনস্কামনা পূর্ণ করে অঝোর ধারায় ঢেলে ছিলেন জল, তারপর শুরু হয় অঝোর ধারায় বৃষ্টি। সেই থেকেই জলেশ্বর। মহা শিবরাত্রি, চরক নীল এবং শ্রাবণ মাসেরপ্রতি সোমবার তিথিতে অসংখ্য মানুষের ভিড় দেখা যায় নদীয়ার সবথেকে প্রাচীন জলেশ্বর মন্দিরে‌ জানা যায় নদীয়ার শান্তিপুরের জলেশ্বর তিলিপাড়ার শিব মন্দির নদীয়া রাজ রাঘব রায়ের হাতে প্রতিষ্ঠা হয় তখন নাম ছিলো রাঘবেশ্বর। ‌
তার কনিষ্ঠপুত্র রুদ্র রায় নামকরণ করেন রুদ্রেশ্বর মন্দির।
মন্দিরটির গায়ে বহু পুরনো পোড়ামাটির মূর্তি ও অন্যান্য অলংকার সজ্জিত প্রাচীন এই মূর্তি বিষয়বস্তু পৌরাণিক যথা কৃষ্ণ লীলা গ্রীস্মের শরশয্যা মারিচ গরুর বাহন তীরন্দাজ বাধ্য হরগৌরী যুদ্ধ বন্দুক নিয়ে সেপাই ইত্যাদি। আজ শুভরাত্রি তিথিতে কয়েক হাজার মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো ।সেবাইত জানান, বিভিন্ন সময় মন্দির প্রাঙ্গণে বসে মেলা।

Leave a Reply