মদন মাইতি: পূর্ব মেদিনীপুর জেলার দুই তৃনমূল সাংসদ শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী দলের নির্দেশকে উপেক্ষা করে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন ।প্রায় দুই বছর ধরে দলের সঙ্গে দূরত্ব বাড়লেও খাতায় কলমে শিশির এবং দিব্যেন্দু এখনও তৃণমূল সাংসদ। যদিও দুজনের বিরুদ্ধেই বিজেপি ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে। এমনকী, শিশিরের সাংসদ পদ খারিজের আরজিও জানিয়েছে তৃণমূল। তবে তা এখনও কার্যকর হয়নি। তাই ভোটদান থেকে বিরত থাকার জন্য দুই সাংসদকে চিঠি দিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।
অপরদিকে অভিযোগ উঠলেও কাঁথি ও তমলুকের তৃণমূল সাংসদ শিশির-দিব্যেন্দু ভোট দেওয়ার কথা স্বীকার করেননি। এক জন প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন। অন্য জন, সটান অস্বীকার করেছেন।
দলের নির্দেশ ভেঙে দুই সাংসদের উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানকে কটাক্ষ করে কুণাল ঘোষের প্রতিক্রিয়া,ওঁরা তো দলের কেউ নয়। বিজেপির বন্ধু। বিজেপির ঘনিষ্ঠ বৃত্তে থাকা সাংসদ।
সূত্রের খবর, শুক্রবার রাতে দিল্লি পৌঁছে গিয়েছিলেন দুই সাংসদ। শনিবার লোকচক্ষু এড়িয়ে সংসদে পৌঁছে যান বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা এবং ভাই। ভোটদানও করেন বলে সূত্রে খবর।প্রসঙ্গত এর আগে রাষ্ট্রপতি নির্বাচনেও শিশির ও দিব্যেন্দুকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। তৃণমূলের নির্দেশ ছিল সব সাংসদ কলকাতায় পশ্চিমবঙ্গ বিধানভায় এসে ভোট দেবেন। কিন্তু শিশির ও দিব্যেন্দু ভোট দিতে যান দিল্লিতে।যদিও উপরাষ্ট্রপতি নির্বাচনে হুইপ জারি করা যায় না।