ভারত-বাংলাদেশ সীমান্তে ত্রাণ পৌঁছে দিলেন চাপড়ার তৃণমূল নেতা জেবের সেখ বললেন অভুক্ত থাকবে না কেউ 

Social

মলয় দে নদীয়া :- নদিয়া জেলা চাপড়া ব্লক এর বাংলাদেশ সীমান্ত লাগোয়া হাটখোলা গ্রাম। ভারতীয় নাগরিকত্ব থাকলেও, কাঁটাতারের ওপারে বাসিন্দা। ছোট্ট একটি জলাশয় পেরোলেই বাংলাদেশ। ন্যূনতম সাধারণ যেকোনো কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে, বা দরকারে যেতে হলে দায়িত্বে থাকা বি এস এফ জওয়ান দের কাছে জমা রেখে দিয়ে যেতে হয় তাদের পরিচয় পত্র। সবক্ষেত্রে মেলে না বাইরে বেরোনোর অনুমতি। তাই সারা বছর বন্দী থাকা, তার উপর লকডাউনে কর্মহীন হয়ে বেড়েছে আরো সমস্যা।

বেশিরভাগই সংখ্যালঘু সম্প্রদায় ভুক্ত , চলছে রমজান মাস। ওই এলাকার ১৩০০টি পরিবারের মধ্যে প্রায় ৫৫০টি পরিবার পালন করছেন রোজা। তাদের কথা ভেবে নদিয়া জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক, নদিয়া জেলা পরিষদের সদস্য ও চাপড়া ব্লক এর সভাপতি জেবের সেখ আজ পৌঁছালেন ম্যাটাডোর ভর্তি খেজুর, আপেল, আঙ্গুর, কলা, পেয়ারা, শসা সহ নানান ফলের সমাহার নিয়ে।

 

এর আগেও চাপড়া ব্লক এর ১৩ টি গ্রাম পঞ্চায়েতের প্রায় ৩৫০০০ প্রান্তিক মানুষের কাছে পৌঁছেছেন চাল, ডাল ,আলু ,সোয়াবিন সহ নানান খাদ্যদ্রব্য।

এমনকি এই ব্লকের গাঁটরা, এবং চারাতলা দুটি অঞ্চলে করোনা পজেটিভ হওয়ায়, বিশেষ একটি হেল্পলাইন নাম্বারের মাধ্যমে প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের দায়িত্ব থাকা আধিকারিক দের সাথে যোগাযোগ করার মাধ্যমে নিয়মিত পরিষেবা দিয়ে চলেছেন।

Leave a Reply