মদন মাইতি: শিক্ষিত বেকার যুবকেরা দলে দলে ডি ওয়াই এফ আই বাম যুব সংগঠনে যোগদান করছেন। দিনের পর দিন শাসকদল এবং বিজেপিতে ঘোরাঘুরি করেও কোন লাভ হয়নি তাদের। কার্যত অধিকাংশ শিক্ষিত বেকার যুবকেরা অবহেলার শিকার হয়েছেন। শেষমেষ বামপন্থাই যে স্বচ্ছ রাজনীতির জায়গা বা ভালো কাজের দিশা তা বিভিন্ন কর্মসূচি থেকে প্রমাণ উঠে আসছে এমনটাই দাবি করছেন বাম নেতৃত্বরা। দাবি করছেন এই সকল কর্মসূচিতে যোগদানকারী যুবকেরা। কর্মসূচি গুলির মধ্যে ডি ওয়াই এফ আই এর প্রধান কর্মসূচি সেটি হলো রক্তদান শিবির করা। সেই রক্তদান শিবিরে হালে ব্যাপক ভিড় জমছে।
মাঝে রক্তদান শিবির প্রায় বন্ধের দিকে চলে যাচ্ছিল কারণ বাম যুব সংগঠন থেকে যুবসমাজ বিমুখ হয়ে অন্যান্য দলে গিয়েছিল বলেই। বর্তমানে রক্তদান শিবির গুলোতে ভিড়ি তার প্রমাণ দিচ্ছে দলে দলে যুব সংগঠনে যুবক যুবতীদের যোগদানের। এমনই এক চিত্র দেখা গেল পূর্ব মেদিনীপুরের কাথির দুরমুঠে। এখানে ডি ওয়াই এফ আই এর আয়োজনে থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে প্রায় শতাধিক যুবক রক্তদান করেন। যা বর্তমানে এই এলাকায় নজির হয়ে দাঁড়ালো। শুধু তাই নয়, এই শিবিরে দেখা গেল বহু যুবককে তৃণমূল বিজেপি থেকে এসে রক্তদান করতে। জানালেন ওই সমস্ত যুবকেরা তাদের ক্ষোভের কথাও। জেলাতে প্রায় সাড়ে তিন হাজার থ্যালাসেমিয়া রোগী যেরকম উপকৃত হবে তেমনি ভালো জায়গায় স্বচ্ছ ভাব মূর্তি নিয়ে কাজও করবেন এই সমস্ত যুবকেরা বলে জানালেন সংগঠনের নেতৃত্ব।