গাছে বেঁধে বেধরক মারধর করল প্রতারিত চাকরিপ্রার্থীরা

Social

মদন মাইতি,ভগবানপুর: শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি থেকে জেল হেফাজত। পুরো বিষয়টিকে কেন্দ্র করেই উত্তাল রাজ্য। এই অবস্থায় তৃণমূলের কয়েকজন সদস্যদের উপরই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল। গাছে বেঁধে বেধরক মারধর করল প্রতারিত চাকরিপ্রার্থীরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে।

জানা গিয়েছে, এদিন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য ও প্রাক্তন বিদ্যুৎ কর্মাধ্যক্ষের বাড়ি ঘেরাও করে অবস্থান বিক্ষোভ করে চাকরি প্রার্থীরা। কেবল তাই নয় পঞ্চায়েত সমিতির সদস্য মলিনা নায়কের ছেলে ও মেয়েকে গাছে বেঁধে মারধর করে তাঁরা। অভিযোগ, ২০১৫-১৬ সালে চাকরি দেওয়ার নামে ভগবানপুরের বহু বেকারদের থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে তৎকালীন পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শিবুশঙ্কর নায়ক। কিন্তু দিনের পর দিন কেটে গেলেও চাকরির কোনও খবর পাওয়া যায় না। বর্তমানে শিবুর স্ত্রী মলিনা নায়ক ভগবানপুর ১ ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য। চাকরি না হলেও কয়েকজন প্রার্থীদের টাকা ফেরত দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। কিন্তু এখনও অনেক টাকাই বাকি আছে। পাওনা টাকা ফেরতের দাবিতেই বিক্ষোভ দেখায় প্রতারিতরা।

শনিবার সকালে শিবুশঙ্করের স্ত্রী মলিনা এবং তাঁদের ছেলে-মেয়ে বাড়িতে ছিলেন। চাকরিপ্রার্থীরা ওই তিনজনকেই টেনে হিঁচড়ে বাইরে বের করে গাছের সঙ্গে বেঁধে মারধর শুরু করে। এই ঘটনায় মলিনা নায়ক জানান, ‘চাকরির নামে যারা টাকা দিয়েছে তাঁরা যেমন দোষী তেমনই প্রতারণা করে টাকা নেওয়া আমার স্বামীও দোষী। কিন্তু সেই ফল ভোগ করতে হচ্ছে আমাদের।’ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এখনও পর্যন্ত ৪ জন চাকরিপ্রার্থীদের আটক করেছে ভগবানপুর থানার পুলিশ। তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও খবর।

Leave a Reply