নদীয়ায় বাংলা পক্ষের পথসভা ! বাংলার সমস্ত সরকারি-বেসরকারি চাকরিতে ৯০% ভূমিপুত্র সংরক্ষণ আইনপ্রণয়নের দাবী

Social

মলয় দে নদীয়া :- বাংলার সমস্ত সরকারি বেসরকারি চাকরিতে ৯০% ভূমিপুত্র সংরক্ষণ আইনপ্রণয়নের দাবীতে এবং হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপির বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে ২৪শে জুলাই শান্তিপুর ডাকঘর মোড়ে নদীয়া জেলা বাংলা পক্ষের পক্ষ থেকে একটি পথসভা হয়, এই পথসভায় নদীয়া জেলা নেতৃত্ব সহযোদ্ধা, সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা জেলা বাংলা পক্ষের বিভিন্ন জেলার সদস্যরা।

বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরি এবং পড়াশোনায় বাংলা ভাষা বাধ্যতামূলক, সমস্ত সরকারি বেসরকারি চাকরি টেন্ডার ঠিকানা কাজ হকারী স্পট ও ট্রেড লাইসেন্সে নব্বই শতাংশ ভূমিপুত্র সংরক্ষণ আইন প্রনয়নের দাবী নিয়ে লড়াই করতে গিয়ে বিপুল মানুষের সমর্থন পেয়েছেন বলেই সংগঠনের দাবি। সেই মতো রাজ্যের বিভিন্ন জেলায় গড়ে উঠেছে তাদের সংগঠন। তবে সংগঠনের এবং বিভিন্ন কর্মকাণ্ড দাবি থেকে রাজ্য শাসকের তৃণমূলের সাথে অনেকটাই সাদৃশ্য থাকা র প্রশ্নে সংগঠনের কর্মকর্তারা জানান, হিন্দি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরোধিতা করেছিলো বাংলা পক্ষ। সম্পূর্ণ অরাজনৈতিক বাঙালিদের পক্ষে লড়াই করাই এই সংগঠনের উদ্দেশ্য। সংগঠনের পক্ষ থেকে দাবি করে বলা হয় হিন্দিকে রাষ্ট্রীয় ভাষা বলে চালানোর অপচেষ্টা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মধ্যে পড়ে, কোথাও সে বিষয়ে আইন প্রণয়নের কথা বলা নেই।

তবে কলকাতা, এবং বেশ কয়েকটি জেলায় বাংলা এবং বাঙালিরা বিপন্ন হলেও, নদীয়াতে কতটুকু? এ প্রশ্নের উত্তরে সংগঠনের নেতৃত্বরা জানান সম্প্রতি রানাঘাটে পায়রাডাঙ্গায় একটি পেট্রোল পাম্পে বিভিন্ন সতর্কতা মূলক বার্তা বিজ্ঞাপন মূল্য তালিকা কোথাও বাংলার চিহ্নমাত্র ছিলো না, কর্তৃপক্ষকে বলেও লাভ হচ্ছিল না এরপর, প্রত্যেক সদস্য প্রধান কর্তৃপক্ষের কাছে প্রচুর পরিমাণে মেইল করার পর তারা ত্রুটি স্বীকার করেছেন, যদিও এখনো পর্যন্ত কোনো বোর্ড ই পাল্টানো হয়নি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে জেলাভিত্তিক প্রতিনিধিদের ফোন নাম্বারে বাংলা রক্ষার প্রতিবাদে যেকোনো সমস্যার যোগাযোগ করার জন্য।

Leave a Reply