মলয় দে, নদীয়া :- কলেজের ফিস কমানোর দাবি নিয়ে বৃহস্পতিবার নদীয়া জেলার আসাননগর মদনমোহন তর্কালংকার কলেজের সামনে বিক্ষোভ দেখালেন কলেজের ছাত্র-ছাত্রীরা।
জানা যায় , দীর্ঘ লকডাউন এর ফলে কর্মহীন হয়ে পড়েছে রাজ্যের বেশিরভাগ মানুষ। আর সেই কারণে আর্থিক অনটনের মধ্যে আছে এই ছাত্র-ছাত্রীর পরিবারগুলো। কলেজে বেশিরভাগই দরিদ্র পরিবারের ছেলেরাই পড়াশোনা করেন। অধিক মাত্রায় এই কলেজের কলেজ ফ্রি ফলে এই কলেজ ফ্রী দিতে পারছেন না অধিকাংশ ছাত্র ছাত্রীর পরিবাররা। আজ সেই কারণেই কলেজের সামনের বৃষ্টি উপেক্ষা না করেই দীর্ঘক্ষন বিক্ষোভ শুরু করেন ছাত্রছাত্রীরা। তাদের দাবি অন্যান্য কলেজ এর তুলনায় অধিক মাত্রায় কলেজ ফ্রি নিচ্ছে আসাননগর কলেজ কর্তৃপক্ষ। এ বিষয়ে লিখিত আবেদন জানিয়েও কোনো কর্ণপাত করেননি কলেজ প্রিন্সিপাল।
তারা জানান তাদের দাবি মানা না হলে আগামী দিন আরও বৃহত্তর আন্দোলনের পথ বেছে নেবেন। আগামী দিন তারা তাদের এই আন্দোলন দীর্ঘদিন ধরেই করবেন বলেও হুঁশিয়ারি দিলেন।