নদীয়ায় শিশুদের নিউমোনিয়া প্রতিরোধে বাধাই ও বুলান গানের মাধ্যমে সচেতনতা

Social

মলয় দে নদীয়া:-পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে একটি সচেতনতামূলক প্রচারকারী দল গত সোমবার জেলায় প্রথম বের হয় ১৭ টি ব্লকেই প্রচার করার জন্য। পাঁচ বছরের নিচে শিশুদের নিউমোনিয়া হলে কি করে বুঝবেন এবং কিভাবেই বা প্রতিরোধ করবেন সে বিষয়েই নেঁচে গেয়ে পথের পাশে পথচারীদের জমা করে মনোরঞ্জনের সাথে পরিবেশন করছেন তারা।

এছাড়াও শিশুর অভিভাবকদের হ্যান্ডবিল বিতরণের বিভিন্ন জনবসতিপূর্ণ এলাকায় মনোরঞ্জনকর নাচ গানের অনুষ্ঠানের মাধ্যমে এই সচেতনতা প্রচার করে চলেছেন তারা। নদীয়ার শান্তিপুর শহরের বেশ কয়েকটি জায়গায় এই ধরনের অনুষ্ঠান করেন তারা । ১৪ নম্বর ওয়ার্ডে হরিজনপল্লীতে এইরকমই, অনুষ্ঠানে হাজির হন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রভাত বিশ্বাস ,১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রশান্ত গোস্বামী, পৌরসভার প্রধান করণিক উদয়ন মুখোপাধ্যায় । পৌরসভার পক্ষ থেকে আগত ওই প্রচারক দলটিকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধিত করা হয়, এবারেও পৌরসভার পক্ষ থেকে শংসাপত্র প্রদান করা হয় তাদের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাতে। চেয়ারম্যান বলেন, পৌরসভার পক্ষ থেকেও এ ধরনের প্রচার করা হয় তবে মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য দপ্তরের তত্ত্বাবধানে এ ধরনের উদ্যোগ অত্যন্ত ফলপ্রসু।তাদের নাচ গান অভিনয় অত্যন্ত সংবেদনশীল যা সাধারণ মানুষের আগ্রহ সৃষ্টি করছে।

Leave a Reply