দেবু সিংহ ,মালদা:- সারা রাজ্যের পাশাপাশি “বিশ্ব আদিবাসী দিবস” পালন করল গাজোল থানার পুলিশ। বামনগোলা মোড়ে বীর শহীদ সিধু,কানু,বিরসা,মুন্ডার মূর্তিতে মালা দিয়ে ও পুষ্পার্ঘ প্রদান করে দিনটিকে শ্রদ্ধা জানান পুলিশ কর্তারা। পাশাপাশি এই বিশেষ দিনে আদিবাসীদের বেশ কিছু বিশিষ্ট মানুষদের ফুলের তোড়া,বস্ত্র এবং মিষ্টির প্যাকেট দিয়ে তাদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা অতিরিক্ত পুলিশ সুপার হোসেন মেহেদী রহমান সহ অন্যান্য পুলিশ কর্তারা।