মলয় দে নদীয়া-ঃ- রাত পোহালেই রথযাত্রা। শেষ পর্যায়ে চূড়ান্ত প্রস্তুতি চলছে নবদ্বীপ মনিপুরের শ্রী দেবানন্দ গৌড়ীয় মঠে। ইতিমধ্যেই দেশ-বিদেশ থেকে কয়েক হাজার ভক্তের সমাগম ঘটেছে এই মনিপুর দেবানন্দ গৌড়ীয় মঠে। বিগত দুই বছর করোনা সংক্রমণের কারণে এই গৌড়ীয় মঠে সেভাবে জাঁকজমক করে রথযাত্রা পালন করা হয়নি কিন্তু এবছর করোনা সংক্রমণ অনেকটা কমে যাওয়ার কারণে প্রতিবছরের মতো এবছর পালন করা হবে নবদ্বীপ মনিপুরের শ্রী দেবানন্দ গৌড়ীয় মঠের রথযাত্রা। তাই তাঁর আগে আজ চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে গৌড়ীয় মঠে। জানা যায়, আগামীকাল নবদ্বীপ মনিপুর শ্রী দেবানন্দ গৌড়ীয় মঠ থেকে বিকেল চারটে জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী কে নিয়ে মাসির বাড়ি ফাঁসিতলা গুন্ডিচা মন্দিরে যাওয়ার জন্য রথের রশিতে টান পড়বে।