Hul Diwas ! নদীয়ার গয়েশপুরে আদিবাসীদের অস্ত্রশস্ত্র সজ্জিত রেখে প্রদর্শনী জেলা প্রশাসনের সহযোগিতায় পশ্চিমবঙ্গ সরকার

Social

মলয় দে নদীয়া-নদীয়ার গয়েশপুর আদিবাসী স্পোটিং ক্লাবের মাঠে দু ‘দিন ব‍্যাপি রাজ‍্যস্তরের “হুল উৎসব” অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস উপস্থিত ছিলেন নদীয়ার জেলা শাসক শশাঙ্ক শেঠি, নদীয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু,শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, বিধায়ক কল্লোল খাঁ ছাড়াও বহু বিশিষ্টরা।

সিধু ও কানুর প্রতিকৃতিতে মাল্যদান করে.. প্রদীপ প্রজ্জলন করে হুল উৎসবের সূচনা করেন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এরপর অনুষ্ঠান মঞ্চে আদিবাসী সম্প্রদায়ের মানুষদেরকে সংবর্ধনা প্রদান, কাস্ট সার্টিফিকেট ও প্রদান এবং বি আর আম্বেদকর সম্মানে পুরস্কারে ভূষিত করেন বিশিষ্টরা। হুল উৎসবকে কেন্দ্র করে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সৃষ্টির শিল্পকর্ম, বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী, অল চিকি ভাষার বই, আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন অস্ত্রশস্ত্র সজ্জিত রেখে প্রদর্শনীর আয়োজন করা হয়।

Leave a Reply