মলয় দে, নদীয়া:- রাজ্যের প্রয়োজন মিটুক রাজ্যের উৎপাদনের মাধ্যমেই। সেই লক্ষ্য নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে যাতে স্কুল ইউনিফর্ম তৈরি করা যায়, সেই উদ্যোগ শুরু করে দিয়েছেন। বিভিন্ন ব্যক্তিগত উদ্যোগী এবং স্বনির্ভর গোষ্ঠী গুলোকে বিভিন্ন রকম সহায়তা দেওয়া শুরু হয়েছে। প্রথমে দেওয়া হয়েছিল সুতো। এরপর স্কুল ইউনিফর্ম তৈরীর উন্নত মানের মেশিন দেওয়া হচ্ছে। তাজ শিল্পসমৃদ্ধ নদীয়ার শান্তিপুরে ইতিমধ্যেই এই কাজ শুরু করে দিয়েছেন অনেকেই।
বর্তমানে শান্তিপুরে প্রায় এক হাজার মেশিনের চাহিদা রয়েছে। তবে এসে পৌঁছেছে মাত্র একশ মেশিন।৫০ টি কাজ শুরু করে দিয়েছে। খুব শীঘ্রই বাকি মেশিন গুলোর কাজ শুরু হবে। ইতিমধ্যেই একসময় তাঁত শিল্পের সঙ্গে যুক্ত অনেকেই স্কুল ইউনিফর্ম তৈরির ব্যাপারে ভীষণ উৎসাহী হয়েছেন। কারণ,এতে তৈরি হচ্ছে নতুন করে কর্মসংস্থান। শুধু উন্নত মানের রেপিয়ার মেশিনের মাধ্যমে শুধু ইউনিফর্ম তৈরী নয়,তার সঙ্গে সেলাই,ইস্ত্রী সহ আরও বিভিন্ন কাজে আরও অনেকের কর্মসংস্থান তৈরি হবে।