রক্ত সংকট মেটাতে রানাঘাটে থ্যালাসেমিয়া সচেতনতা ও থ্যালাসেমিয়া পরীক্ষণ শিবির

Social

সোশ্যাল বার্তা: বিভিন্ন সময়ে ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট দেখা দিচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে সারা বছর যে সমস্ত থ্যালাসেমিয়া রোগীদের নিয়মিত রক্ত দিতে হয় তাদেরও রক্ত পেতে অসুবিধা হয় ।

এবার সেই সংকট কিছুটা হলেও মেটাতে এগিয়ে এলো নদীয়ার সেবামূলক সংস্থা জাগরন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংস্থাটির উদ্যোগে বিগত কয়েক দিন ধরে নদীয়া জেলার রানাঘাট ২ নম্বর ব্লক জুড়ে চলছে থ্যালাসেমিয়া সচেতনতা শিবির ও থ্যালাসেমিয়া পরীক্ষা শিবির চলছে। ইতিমধ্যে অনেক গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষকে সচেতন করার কাজ করছে জাগরন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাথে সাথে উৎসাহীদের নিয়ে বিনামূল্যে থ্যালাসেমিয়া পরীক্ষা শিবির এর আয়োজন করছে। অনেক সাধারণ মানুষ এই শিবিরে অংশগ্রহণ করছে এবং নিজেরা থ্যালাসেমিয়া পরীক্ষা করছেন।

রানাঘাট ২ নম্বর ব্লক প্রশাসন এবং বিভিন্ন পঞ্চায়েতের সহযোগিতায় বিভিন্ন পঞ্চায়েতের গ্রামে গ্রামে চলবে বলে জানিয়েছে জাগরন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। জাগরন স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আশীষ কুমার বিশ্বাসের বলেন যে থ্যালাসিমিয়া মুক্ত ভারতবর্ষ তৈরী করাই তাদের মূল লক্ষ্য। প্রথমে রানাঘাট ২ নম্বর ব্লককে সংগঠনের পক্ষ থেকে বেছে নেওয়া হয়েছে এবং সাথে সাথে রানাঘাট ২ নম্বর ব্লকে আমাদের থ্যালাসিমিয়া নির্মূলীকরণের লক্ষ্যে পাইলট প্রজেক্ট চলছে এরপর ধীরে ধীরে পার্শ্ববর্তী জেলা পার্শ্ববর্তী জেলা এবং সারা রাজ্যে কাজ করবে জাগরন স্বেচ্ছাসেবী সংগঠন।

এখনও অবধি রানাঘাট ২নং ব্লকের উত্তরপাড়া নেতাজি ফুলবাজার, দত্তফুলিয়া, বহিরগাছি, রাজাপুর আড়ংঘাটা তে শিবির করা হয়েছে প্রতিটি শিবির থেকে কমপক্ষে ৫০-৬০ জনের রক্তের নমুনা সংগ্রহ করা হচ্ছে থ্যালাসেমিয়া পরীক্ষার জন্য।

সংগঠনের এই কাজে খুশি এলাকার বাসিন্দারাও ।

Leave a Reply