রায়গঞ্জে তৈরি হচ্ছে ইসকন মন্দির

Social

সোশ্যাল বার্তা :কৃষ্ণপ্রেমী শহর ‘রাইগংজে’ এতদিনে তৈরি হলো সনাতন ধর্মের অধিরাজ শ্রীকৃষ্ণের মন্দির। যা শহরবাসীদের কাছে নিয়ে এলো তাদের ভক্তির স্থল। রায়গঞ্জে ইসকন মন্দিরের ভিত্তিপ্রস্থ স্থাপন হলো শুক্রবার। মন্দিরের ভিত্তিপ্রস্থ স্থাপন করা হয়েছে দেবীনগরের রায়গঞ্জ ভারত সেবাশ্রম সংঘের পিছনের একটি মাঠে। এই উপলক্ষে এদিন কোলাহল মুক্ত পরিবেশ মুখরিত হয়ে ওঠে কীর্তন ও কৃষ্ণ নামে। শহরের একই পরিবারের ১১ জন সদস্য মিলে এই জমিটি উৎসর্গ করেন ইসকন মন্দিরকে।আজ এক আধ্যাত্মিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে জমিটি অধিগ্রহণ করে ইসকন মন্দির কর্তৃপক্ষ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ

বিশ্বাস, স্থানীয় কাউন্সিলর প্রসেনজিৎ সরকার, কাউন্সিলর তপন দাস, শিক্ষক সুদীপ্ত চট্টোপাধ্যায়, অবসরপ্রাপ্ত শিক্ষক প্রশান্ত চট্টোপাধ্যায়, আনন্দ কুন্ডু সহ কৃষ্ণ প্রেমী ভক্ত বৃন্দ। সবশেষে, কৃষ্ণ নাম সংকীর্তন ও খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় ভক্তবৃন্দের মধ্যে।

Leave a Reply