দীপ রায়,নদীয়া : জাতীয় মঞ্চে প্রতিযোগিতা আর সেখানে বাউল গান করেই বিচারকদের মন জয় করে চলেছে পশ্চিমবঙ্গের নদীয়ার করিমপুরের খুঁদে লোকসংগীত শিল্পী প্রাঞ্জল বিশ্বাস।
জানা যায়, সোনি টিভির রিয়েলিটি শো সুপার সিঙ্গার ২ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে প্রাঞ্জল। বয়স যাদের ১৫ বছরের কম তারা অডিশনের মাধ্যমে অংশগ্রহণ করতে পারেন এই প্রতিযোগিতায়।
বর্তমানে এই তরুণ সঙ্গীতের প্রতিভাদের খেয়াল রাখছেন ক্যাপ্টেন – অরুণিতা কাঞ্জিলাল, পবনদীপ রাজন, সায়লি কাম্বলে, মোহাম্মাদ, দানিশ এবং সালমান আলি।
বিচারক প্যানেলে রয়েছেন দেশের বিখ্যাত গায়ক-গায়িকা অলকা ইয়াগনিক, জাভেদ আলি এবং হিমেশ রেশমিয়া।
হাস্যকর কৌতুকের সাথে বিনোদনের অংশটিকে অক্ষুণ্ণ রেখে উপস্থাপক হিসেবে রয়েছেন আদিত্য নারায়ণ শেঠি।
প্রতিযোগী বাছাই করার জন্য ক্যাপ্টেনরা দেশের প্রতিটি অঞ্চল ঘুরে দেখেন। সেখান থেকেই প্রতিভাবানদের তুলে আনেন মূল মঞ্চে। আর সেই মঞ্চে জায়গা পেয়েছেন নদীয়ার ১২ বছর বয়সী প্রাঞ্জল বিশ্বাস।
( দিদির সঙ্গে প্রাঞ্জল )
কে এই প্রাঞ্জল ?
নদীয়ার করিমপুরের লক্ষ্মীপাড়ায় বাড়ি
প্রাঞ্জল বিশ্বাসের, ডাক নাম তুন্তাই । তাঁর বাবা কুশল বিশ্বাস ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন এবং মা সুমনা বিশ্বাস প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা, দিদি প্রাপ্তি বিশ্বাস বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে।
করিমপুরের জগন্নাথ হাইস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র। বর্তমানে তাঁর গানের গুরু নূর আলম ফকির,দোতারা গুরু শাহ আলম ।
লোকসংগীত এর জন্য বিখ্যাত গৌড় ভাঙা গ্রাম তাঁর শিক্ষনীয় স্থান।গান ছাড়াও ছবি আঁকা, পড়াশোনা, খেলাধুলায় পারদর্শী এই প্রাঞ্জল বিশ্বাস।
জানা যায় , একবার তাঁর সাইকেল হারিয়ে যায়। সাইকেল খুঁজতে বেরিয়ে পড়ে কিন্তু সেটি পাওয়া যায়নি সেই সময় উপহার স্বরূপ একটি দোতারা পান সেই দিয়েই শুরু তাঁর ফোক সঙ্গীত। এর আগেও সে একাধিক পুরস্কার পেয়েছে। লোকসংগীতের বিভিন্ন যন্ত্র বাজাতে পারদর্শী এই প্রাঞ্জল।
(প্রাঞ্জলের মা, দিদি ও প্রাঞ্জল )
প্রাঞ্জলের বাবা কুশল বিশ্বাস জানান, ছেলে জাতীয় মঞ্চ বা খুব বড় জায়গায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে । বাংলা লোকসংগীত ওর গানের প্রধান বিষয় হলেও বর্তমানে হিন্দিতেও গান করতে হচ্ছে। অনেক কিছু শিখতে পারছে । এখনও পর্যন্ত প্রায় ১৫-১৬ টি ধাপ পার করেছে, বাবা হিসেবে গর্ববোধ করছি। বর্তমানে প্রাঞ্জলের সঙ্গে রয়েছেন ওর মা। সবার আশীর্বাদ নিয়ে এগিয়ে যাবে আমাদের প্রাঞ্জল” ।
( প্রাঞ্জলের বাবাও মা )