মলয় দে নদীয়া :- বিজেপির মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের পরেই রাজ্যের কয়েকটি জেলায় বিক্ষোভ শুরু হয়। গতকাল নদীয়ার নাকাশিপাড়ার বেথুয়াডহরী রেল স্টেশনে দুটি ট্রেনেও ভাঙচুর করে বিক্ষোভকারীরা, এমনকি বেথুয়াডহরী বাজারের কিছু দোকান পাট ও ভাঙচুর করা হয়।
নদীয়ার নাকাশিপাড়ার গতকালের ঘটনায় গ্রেপ্তার হওয়া ২৬ জনকে কৃষ্ণনগর জেলা আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে রেল স্টেশন এর আশেপাশের বেশকিছু দোকান ভাঙচুরের প্রতিবাদে বেথুয়াডহরী ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে ৭২ ঘণ্টার ব্যবসায়িক বন্ধ ডাকা হয়েছে। উত্তেজনাকর পরিবেশ নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা কার্যকরী করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। কার্যত থমথমে সমগ্র নাকাশিপাড়া।
গত কালকের পর থেকে আর কোনো অপ্রীতিকর ঘটনা কথা জানা যায়নি। সারারাত ব্যাপক পুলিশ বাহিনীর টহল চলে সমগ্র এলাকাজুড়ে।
এই প্রসঙ্গে বেথুয়াডহরি ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ: সভাপতি কল্যাণ দাস জানান গতকালের বর্বরোচিত ঘটনার জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে ৭২ ঘণ্টার বনধ ডাকা হয়েছে। সরকারের কাছে দাবী জানাচ্ছি দোষীরা যাতে কঠোর শাস্তি পায়।