মহিষাদলে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ২০

Social

মহিষাদলঃ পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে উল্টে গেল যাত্রীবাহী বাস। ঘটনায় গুরুতর ভাবে আহত হয়েছেন বাসের ২০ জন যাত্রী। ইতিমধ্যে তাদের উদ্ধার করে বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

জানা গেছে, আজ সকাল নাগাদ তেরোপেখ্যা থেকে মহিষাদলের উদ্দেশ্যে আসছিল একটি যাত্রীবাহী বাস। এমন সময় বামুনিয়ার কাছে হঠাৎ সামনে একটি টোটো চলে আসায় সাইড করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি নয়ানজুলিতে উল্টে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজন ও মহিষাদল থানার পুলিশের তৎপরতায় তাদের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে কয়েকজনকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

Leave a Reply