মলয় দে নদীয়া :-গত ১০ই জুন, প্রকাশিত হয়েছে ২০২২ এর উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল । সামগ্রিকভাবে এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৮.৪৪ শতাংশ। ছাত্রদের পাশের হার ৯০.১৯ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৬. ৯৮ শতাংশ।
অকৃতকার্য হওয়া পেছনে তারা দাবি করে দীর্ঘদিন যাবৎ বিদ্যালয়ের পঠন পাঠন চালু না হওয়ার কারণে সারা বছর ধরে বলে আসা হয়েছিল অনলাইনে পরীক্ষা হবে সে জায়গায় পরীক্ষার আগে হঠাৎ লাইনে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার কারণে ছাত্রছাত্রীরা পড়েছে সমস্যায়।
অভিভাবকরা বলেন, লকডাউনে পরিবার প্রধানের উপার্জন তলানীতে তাদের গৃহশিক্ষক রাখা সম্ভব হয়নি তাই খুব বেশি ভালো ফলাফল এবার করা যায় না। কিছু ছাত্র ছাত্রী অন্যান্য বিষয়ে লেটার মার্কস এর সমতুল্য পেলেও ফেল করেছে ইংরেজিতে।
বীরনগর শিবকালী উচ্চ বিদ্যালয়ের সামনে পুনরায় খাতা দেখানোর দাবিতে, ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখান। পথ অবরোধ করেন বেশ কিছুক্ষণ সময়, তাহেরপুর থানার পুলিশ প্রশাসন এসে, বিক্ষোভকারী ছাত্রীদের নিয়ে শিক্ষকদের সাথে কথা বলান। এ প্রসঙ্গে বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, তাদের হাতে শুধুমাত্র ২০ নম্বর ছাড়া, বাকি সবই বোর্ডের এক্তিয়ার ভুক্ত। আগামী ২০ তারিখে মার্কশিট হাতে পাওয়ার পর দপ্তরে বিদ্যালয়ের পক্ষ থেকে পুনরায় খাতা দেখার আবেদন জানানো হবে। জেলার, ধানতলা থানার অন্তর্গত ধর্মচন্দ্র হাই স্কুল,ফুলিয়ার একটি বিদ্যালয়ের এই ধরনের একটি বিক্ষোভের কথা জানা যায়।