মলয় দে, নদীয়া :-দুর্গা পূজা, কালি পূজা, ঈদ এর পর এবার বড়দিন। মূলত খ্রিষ্টান সম্প্রদায়ের এই উৎসব হলেও সব ধর্মের মানুষই এই দিনটি পালন করে থাকেন। ছোট বড় মিলে বিভিন্ন গির্জা ঘোরার সঙ্গে কেক খাওয়ার ব্যাপারটি চলে আসছে অনেক দিন ধরেই ।
এবারে বাধ সাধলো করোনা। করোনা আবহে জন সমাগম আটকাতে এবার ২৫শে ডিসেম্বর গির্জার গেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিল নদীয়া’র রানাঘাট চার্চ কতৃপক্ষ।
প্রত্যেক বছর ২৫শে ডিসেম্বর বড় দিন উপলক্ষে হাজার হাজার মানুষ ভিড় জমান রানাঘাট ক্যাথেলিক চার্চে। কিন্তু করোনা আবহে সংক্রমণ রুখতে এবার যাতে চার্চে মানুষ ভিড় জমাতে না পারেন তার জন্য চার্চের গেট সর্ব সাধারণের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিলো চার্চ কতৃপক্ষ।