মেয়েকে শ্বশুরবাড়ি রেখে খোলা মাঠে জামাইরা খেললেন সারারাত ধরে

Social

মলয় দে নদীয়া:- খেলা হবে স্লোগান এখন আট থেকে আশি সকলের মুখে মুখে। মাঠের খেলা প্রবেশ করেছে রাজনীতিতে, এখন সে খেলা চলছে বিভিন্ন অনুষ্ঠানেও। কিন্তু জামাইষষ্ঠীতে খেলছেন শুনেছেন কখনো তাও আবার স্ত্রীকে শ্বশুরবাড়িতে রেখে খোলা মাঠে সারারাত ধরে।

সাধারণত জামাইষষ্ঠী পালন করা হয় আম জাম কাঁঠাল ও হাত পাখার হাওয়ায়। কিন্তু কল্যাণীর ১৮নম্বর ওয়ার্ডে এক অভিনব আট দলীয় ফুটবল টুর্নামেন্ট এর মাধ্যমে পালিত হচ্ছে জামাই ষষ্ঠী। ওয়ার্ডের বসবাসকারী মেয়েরা বছরে একটি দিন সকালেই আসে বাপের বাড়িতে, সাথে অবশ্যই জামাইরা। স্বাধীন শ্বশুরবাড়ির আপ্পায়ন আথিতিয়তাল মূল কেন্দ্রবিন্দু খাওয়া-দাওয়া। জামাই আদর এর ফলে গোগ্রাসে খাওয়া-দাওয়া জামাইদের ক্যালোরি ঝরানো জন্যই হয়তো পাড়ার ছেলেরা করেছেন এই ব্যবস্থা। রাত ধরে ফুটবল খেলার পর , চ্যাম্পিয়ন এবং রানার্স দল পাবে ট্রফি এবং বেশ কিছু উপহার। এভাবেই এই ১৮ নম্বর ওয়ার্ডে জামাই দের নিয়ে খেলা রীতি হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply