ব্যাঙ্কের ঋণের টাকা মকুবের দাবি জানিয়ে বিক্ষোভ দেখালেন মহিলারা

Social

দেবু সিংহ ,মালদা: একটি বেসরকারি ব্যাঙ্কের ঋণের টাকা মকুবের দাবি জানিয়ে বিক্ষোভ দেখালেন মহিলারা। ওই ব্যাঙ্কের এক কর্মীর বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগও করেছেন বিক্ষোভকারীরা। ঋণের কিস্তি দিতে না পারলে বাড়ি সিল করে দেওয়া, বাড়িতে তালা মারার অভিযোগ উঠেছে। ঘটনাটি মালদা জেলার ইংরেজবাজার থানার যদুপুর-‌১ গ্রাম পঞ্চায়েতের মডেল কলোনী এলাকার।

কুটির শিল্পের জন্য গ্রামের মহিলারা ঋণ নিয়েছিলেন। এই লকডাউনে তাঁদের কাজ একেবারেই বন্ধ। এদিকে প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সকলেই বলেছেন, কোনওভাবে গ্রাহকদের ওপর চাপ দেওয়া যাবে না। এদিকে এর মধ্যেই বকেয়া কিস্তির টাকা দেওয়ার জন্য জোর খাটাতে শুরু করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ বলে অভিযোগ।

এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী যদি বিষয়টি না ভাবেন, তা হলে আত্মহত্যার পাল্টা হুমকি দিয়েছেন ওই মহিলারা। ওই গ্রাহকদের যে কোনওভাবে হুমকি দেওয়ার ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন অভিযুক্ত ব্যাঙ্ককর্মী মিঠুন কৈবর্ত্য।

Leave a Reply