রাজ্যজুড়ে পালিত হলো মহরম

Social

মলয় দে নদীয়া:- আরবী শব্দ ‘মুহররম’-র অর্থ হল পবিত্র।মহাগ্রন্থ আল কোরানে পবিত্র মাস হিসেবে উল্লেখ আছে মহরম মাসের।অনেক মুসলমান, মসজিদে বিশেষ প্রার্থনা সভায় অংশ নেন।

ইসলাম সম্প্রদায়ের মানুষের জন্য রমজানের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব হল মহরম । ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাসই হল মহরম। প্রাচীনকাল থেকে মহরম, ইসলাম ধর্মের মানুষদের কাছে পবিত্র হিসাবে গণ্য করা হয়। এই বছর দশম মহরম পড়েছে ১৯ অগাস্ট, গতকাল রাতেই অনেকে পালন করলেও বেশিরভাগ ক্ষেত্রে আজ পালন করতে দেখা গেছে রাজ্যজুড়ে।
আরবী শব্দ ‘মুহররম’-র অর্থ হল পবিত্র। গুরুত্বপূর্ণ এই মাসটিতে শিয়ারা আশুরাকে কারবালার বিষাদময় ঘটনা স্মরণ করে পালন করেন মহরম। অনেক মুসলমান, মসজিদে বিশেষ প্রার্থনা সভায় অংশ নেন। মহররমের নবম, দশম ও একাদশতম দিনে মুসলমানরা ভোর থেকে সন্ধ্যা অবধি রোজা রাখেন।

১৪৪৩ বছর আগে ৬২২ খ্রিষ্টপূর্বে হজরত মহম্মদ ও তাঁর অনুগামীরা মক্কা থেকে মদিনার উদ্দেশে রওনা হতে বাধ্য হন। ওই দিনটি ছিল মহরমের প্রথম দিন। তাঁকে মক্কায় ইসলামের বার্তা প্রচার করায় বাধা দেওয়া হয়। মহরমের দশম দিনটি অশুরা হিসেবে পালিত হয়, এদিন ইমাম হুসেনের মৃত্যুর শোক পালন করা হয়। ইমাম হুসেন ছিলেন হজরত মহম্মদের পৌত্র এবং হজরৎ আলির পুত্র। ৬৮০ খ্রিষ্টপূর্বে কারবালার যুদ্ধে প্রাণ ত্যাগ করেন।

ইসলামের অন্যান্য উৎসব থেকে মহরমের পৃথক, কারণ এই মাসটি হল শোকজ্ঞাপন ও প্রার্থনার মাস। এ সময় কোনও উৎসব পালিত হয় না। শিয়াদের জন্য এই মাসটি বিশেষ গুরুত্ব বহন করে। শিয়ারা এদিন একটি শৃঙ্খল তৈরি করে নিজেকে ক্ষতবিক্ষত করতে থাকেন। একে ততবীর বা কামা জানি বলা হয়। আবার সুন্নিরা এদিন উপবাস পালন করেন ও ‘ইয়া হুসেন’ অথবা ‘ইয়া আলি’ উচ্চারণ করে।
এই উপলক্ষে তাজিয়া সহযোগে সমস্ত খুশি বিসর্জন দিয়ে মানুষকে এই দিনটির গুরুত্ব বোঝাতে বিভিন্ন শোক যাত্রা পালিত হয়ে থাকে। কুস্তি ,লাঠি খেলার মাধ্যমে পরিবার জাতি-ধর্ম দেশ রক্ষার একজন সুদক্ষ সৈনিক হয়ে ওঠার শপথ নেন একজন পুরুষ ।

Leave a Reply