জামাই ষষ্ঠীর দিনে শশুর বাড়ি যাওয়ার পথে মৃত্যু হল এক দম্পতির

Social

তমলুক ,পূর্ব মেদিনীপুর:জামাই ষষ্ঠীর দিনে শশুর বাড়ি যাওয়ার পথে মৃত্যু হল এক দম্পতির। রবিবার শুভ জামাইষষ্ঠীর দিন বাংলার ঘরে ঘরে একদিকে পালিত হলো ষষ্ঠী মায়ের পুজো করে জামাইকে ফোঁটা দেওয়া ও ভুঁড়িভোজ আর অন্যদিকে গতকাল সাতসকালে পথদুর্ঘটনায় পূর্ব মেদিনীপুরের হলদিয়া থেকে মেচেদাগামী ৪১ নম্বর জাতীয় সড়কে।

উদয়চক তেল পাম্পের কাছ দিয়ে শশুর বাড়ি দক্ষিণ মির্জাপুর যাচ্ছিল সাইকেল চালিয়ে গজেন মাইতি ও তাঁর স্ত্রী ঝরনা মাইতি। আর ঠিক সেই মুহূর্তে তেল পাম্পের সামনে এক পণ্যবাহী ট্রাক ধাক্কা মারে ওই সাইকেল আরোহীদেরকে। পরে রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা তৎক্ষণাৎ খবর দেয় সনাপেত্যা টোল প্লাজাকে। এরপর তৎক্ষণাৎ টোলপ্লাজা থেকে ন্যাশনাল হাইওয়ের অ্যাম্বুলেন্স গিয়ে ওই দম্পতিকে তমলুকের জেলা হাসপাতালে নিয়ে গেলে দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

জানা যায় পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লক এর রঘুনাথপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার সোয়াদিঘি গ্রামের বাসিন্দা ছিল ওই দম্পতি। এই পথ দুর্ঘটনার খবর পেয়ে খুশির দিনে শোকের ছায়া নেমে আসে পরিবারসহ গ্রামে।

তবে এই হঠাৎ পথদুর্ঘটনার সমস্ত বিষয় নিয়ে খতিয়ে দেখছেন তমলুক থানার পুলিশ।

Leave a Reply