জামাইষষ্ঠী উপলক্ষ্যে নদীয়ার আড়ংঘাটায় একমাস ব্যাপী যুগলকিশোর মেলা

Social

মলয় দে নদীয়া:- বাংলার ঘরে ঘরে নিজের মেয়ে জামাই এবং সন্তান সন্তানাদির মঙ্গলের জন্য মা ষষ্ঠীর পূজা করে থাকেন গ্রাম বাংলার মেয়ের বাপের বাড়ির পক্ষ থেকে। তবে এই ঘরোয়া পূজো পার্বণ যে সামগ্রিক ভাবে মেলায় রূপ নিতে পারে তা বোঝা যায় নদীয়ার আরংঘাটা যুগলকিশোর মন্দিরে গেলে ‌। সেখানে সমগ্র জৈষ্ঠ মাস ব্যাপী যুগলকিশোর মন্দির কেন্দ্র করে চলে মেলা। সাংস্কৃতিক কবিগান যাত্রাপালা সাংস্কৃতিক অনুষ্ঠান বাউল আরো কত কি।

সম্পাদক মধুসূদন ধর বলেন যদিও এটা জামাইষষ্ঠীর মেলা নয় প্রকৃতপক্ষে যুগলকিশোর মেলা তবে ইদানিং দূরদূরান্ত থেকে জামাই মেয়ে মানত করতে এবং আশীর্বাদ নিতে আসার কারণে ক্রমশই জামাইষষ্ঠীর মেলা হিসাবে ব্যাপ্তি লাভ করছে। প্রধান সেবাইত শ্যাম দাস মহন্ত বলেন আজ থেকে ৩০০বছর আগে মহত্মা গঙ্গারাম দাস গোবিন্দ কে নিয়ে বৃন্দাবন থেকে এসেছিলেন স্বপ্নাদেশ অনুযায়ী। স্বপ্নাদেশে গোবিন্দর ইচ্ছা ছিলো নদীয়ারাজ কৃষ্ণচন্দ্রের কাছে রাধারানী রয়েছে একইসাথে যুগল মূর্তি স্থাপনের মাধ্যমে এখন থেকে তিনি সেখানেই থাকতে চান। সেই মতো ব্যবস্থা করা হয় এই যুগলকিশোর মন্দিরের। এই একমাসে নিয়মিত ভক্তবৃন্দ দের জন্য চরণযুগোল উন্মুক্ত থাকে। সংক্রান্তির দিন বিপুল পরিমাণে ভক্ত সমাগম ঘটে।

Leave a Reply