সোশ্যাল বার্তা : আদিবাসী সম্প্রদায়ের (Tribal) সেঁদরা পরব ও ফলহারিনী কালী পূজো উপলক্ষে পাঁশকুড়া ব্লকের ক্ষিরাই, হাউর সহ বেশকিছু এলাকায় পশুশিকারের প্রচলন রয়েছে।তবে বর্তমানে আদালতের নির্দেশে পশুশিকার আইনত দন্ডনীয় অপরাধ।তাই বনদপ্তর কঠোরভাবে পশুশিকার বন্ধের জন্য প্রচেষ্টা চালাচ্ছে।
পাঁশকুড়া ব্লক এলাকায় বনদপ্তর সেঁদরা পরবের আগে থেকেই মাইক প্রচার,পোষ্টার এবং সচেতনতার প্রচার করে চলছে। বিভিন্ন জায়গা থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা এই সমস্ত রেলস্টেশন লাগোয়া এলাকাতে আসেন এবং বন থেকে পশু শিকার করেন।তাই পশু শিকার আটকাতে রবিবার বনদপ্তরের কর্মী ও ব্লক প্রশাসন কর্মী,জাকাত মাঝি পরগনার সদস্য, সিভিক ভলেন্টিয়াররা রেলস্টেশন ও জাতীয় সড়কে প্রচার ও বিভিন্ন গাড়িতে নাকাচেকিং করা হয়।
বিভাগীয় বনাধিকারিক ডঃ অনুপম খাঁন বলেন -এবছর আমরা এখনো পযর্ন্ত কাউকে পশু শিকার করতে দেইনি।