বিরল গ্রুপের রক্ত দিয়ে মুমূর্ষু রোগীর জীবন বাঁচাল নদীয়ার যুবক

Social

সোশ্যাল বার্তা: দীর্ঘদিন যাবত কিডনিজনিত রোগে আক্রান্ত তেহট্ট নিবাসী মিঠুন বিশ্বাস, বয়স ৩৩। সাম্প্রতিকালে তার রক্তে হিমোগ্লোবিন অস্বাভাবিক ভাবে নিচে নেমে যায়। কিডনির সমস্যার জন্য নিয়মিত ভাবে চলে মিঠুনের ডায়ালিসিস। শরীর খারাপ হওয়ায় তাকে নদীয়া জেলার কৃষ্ণনগরের এক বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক জানিয়ে দেন ২ ইউনিট রক্তের ভীষণ প্রয়োজন হয়।

লক ডাউনের পর থেকে অধিকাংশ ব্লাড ব্যাংক প্রায় রক্তশূন্য বলা চলে। বিশেষ করে নিয়মিত সময়ে রক্ত প্রয়োজন হয় যাদের তারাও পড়ছেন সমস্যায়।

বর্তমানে ব্লাড ব্যাঙ্কগুলিতে ডোনারের মাধ্যমে রক্ত দেওয়া চলছে কিন্তু মিঠুনের ও নেগেটিভ রক্ত এবং এই বিরল গ্রুপের রক্ত হওয়ার কারণে তার পরিবার এদিক ওদিক খোঁজ করতে থাকে। কিন্তু রক্ত পাওয়া যায়নি। একজনের মাধ্যমে জানতে পারেন স্বেচ্ছাসেবী সংস্থা স্মাইল ফাউন্ডেশন এর কথা। পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করে ‘স্মাইল ফাউন্ডেশন’ নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সাথে।

স্মাইল ফাউন্ডেশন এর কৃষ্ণনগর শাখার সদস্য অভিজিৎ মণ্ডল তৎক্ষণাৎ ডোনারের খোঁজ শুরু করে। সংস্থাটির সদস্য’র ডাকে সাড়া দিয়ে তৎক্ষণাৎ সব কাজ ফেলে এসে বিরল রক্ত গ্রুপের দিয়ে জীবন বাঁচায় কৃষ্ণনগরের পালপাড়ার বাসিন্দা বেসরকারী সংস্থার কর্মী অরিজিত পাল নামে এক যুবক।
রক্ত পেয়ে মিঠুন বিশ্বাসের পরিবারও খুশি।
মুমূর্ষু রোগীর জীবন বাঁচানোর জন্য স্মাইল ফাউন্ডেশন এর তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানানো হয় অরিজিতকে ।

অরিজিত পাল বলেন “এটা তেমন কিছু নয়। একজন নাগরিক হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি মাত্র”।

Leave a Reply