চার জেলার রাজনৈতিক নেতৃত্ব এবং জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠকে বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা

Social

দেবু সিংহ, মালদা:- মালদা, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই চার জেলার বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃত্ব এবং জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করলেন পশ্চিমবঙ্গে নিযুক্ত নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা।শনিবার মালদার নারায়ণপুরে একটি বেসরকারি হোটেলে কয়েক দফায় বৈঠক করেন তিনি। এদিন সকাল দশটা নাগাদ হেলিকপ্টারে করে মালদায় পৌঁছান তিনি। এরপর ওই বেসরকারি হোটেলে বৈঠক শুরু করেন। ৪জেলার সমস্ত রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন তিনি। বৈঠকে প্রতিটি জেলার রাজনৈতিক নেতারা তাদের সমস্যা ও দাবিগুলির কথা জানান। সীমান্তবর্তী জেলা হওয়ায় নিরাপত্তার বিষয়টি নিয়েও আলোচনা হয় বৈঠকে। এরপর ৪ জেলার পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে তিনি দীর্ঘ বৈঠক করেন। বৈঠক হয় বিএসএফ ও কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের সঙ্গেও। সীমান্তবর্তী জেলার স্পর্শ কাতর তালিকা গুলি তৈরি করে সেগুলিতে নিরাপত্তা জোরদার করার বিষয়ে আলোচনা হয় বৈঠকে।

Leave a Reply