মলয় দে নদীয়া:- নদীয়ার শান্তিপুর নেতাজি মোড়ের একজন যথেষ্ঠ সুপরিচিত , বন্ধুত্বপূর্ণ ও যথেষ্ঠ খোলা মনের মানুষ ছিলেন সুব্রত শিল যিনি সবার কাছে সোমনাথ শীল নামে পরিচিত ছিলেন । সন্ধ্যা হলেই শান্তিপুর ডাকঘর চত্বর থেকে শুরু করে বিভিন্ন এলাকা থেকে মূলত অল্প বয়সী ছেলেদের জমায়েত ঘটতো তার স্ন্যাকস এর দোকান তিতাসে । কিন্তু বিগত বছর সাম্প্রতিক করোনা পরিস্হিতির মধ্যে হার্টের সমস্যা জনিত কারণে প্রয়াত হন সুব্রত শীল ওরফে সোমনাথ , যদিও অনেকের দাবি তিনি করোনা আক্রান্ত ছিলেন ।
তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্তও ছিলেন । তার স্মৃতিকে অক্ষয় তৃতীয়া র মত তিথিতে অক্ষয় করে রাখতে রক্তদান শিবিরের আয়োজন করে তার ব্যাবসায়িক প্রতিষ্ঠানে শান্তিপুরের বিভিন্ন অঞ্চল থেকে আগত বেশ কিছু যুবকবৃন্দ । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ৫০ জন রক্তদাতা রক্ত দিয়েছেন বলেই জানা যাচ্ছে । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান শ্রী সুব্রত ঘোষ এবং ভাইস চেয়ারম্যান শ্রী কৌশিক প্রামাণিক । উপস্থিত ছিলেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তাগণ।