রেলপথে হারানো মোবাইল উদ্ধারে আবারো ইতিবাচক ভূমিকা রানাঘাট জিআরপির

Social

মলয় দে নদীয়া:- ধনী-দরিদ্র নির্বিশেষে যে কোন পেশার মানুষের কাছে ক্রমশ অত্যাবশ্যকীয় ব্যবহার্য হয়ে উঠেছে এন্ড্রয়েড মোবাইল। অনলাইন ক্লাস এর ভিত্তিতে বাদ যাচ্ছেনা ছাত্র-ছাত্রীরাও‌। এক শ্রেণীর সুযোগ-সন্ধানী কিছু অসাধু ব্যক্তি সেই সুযোগেই থাকেন, অথচ বিজ্ঞান ও প্রযুক্তির ভিত্তিতে মোবাইল সুইচড অফ থাকলেও লোকেশন ট্র্যাক এর মাধ্যমে, এবং অন্যান্য নানা অত্যাধুনিক প্রযুক্তি বিদ্যার সাহায্যে উদ্ধার করা সম্ভব হচ্ছে হারানো অথবা চুরি যাওয়া মোবাইল। তাই প্রায়ই বিভিন্ন থানার মাধ্যমে মোবাইল ব্যবহারকারীদের হাতের পুনরায় তুলে দেওয়া হচ্ছে তা। আজ

নদীয়ার রানাঘাট জি.আর.পি থানার পুলিশের উদ‍্যোগে আবারো ২৭টি এন্ড্রয়েড মোবাইল ফোন গ্রাহকের হাতে তুলে দিলেন, রানাঘাট জিআরপি থানার আইসি জয়ন্ত লোধ চৌধুরী সহ পুলিশকর্মীরা। চার থেকে পাঁচ মাস আগেই রেলপথে হারিয়ে যাওয়া মোবাইল গুলি পুনরুদ্ধার করেছে রানাঘাট GRP থানার পুলিশকর্মীরা। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানের পাশাপাশি ভিন রাজ‍্যের থেকেও উদ্ধার করা হয়েছে এই মোবাইল গুলি। এমনই জানালেন রানাঘাট জিআরপি থানার আইসি। হারিয়ে যাওয়া মোবাইল পেয়ে খুশি সাধারণ নাগরিকরা। পাশাপাশি জিআরপি থানার পুলিশের ভূয়শী প্রশংসা করেছেন।

Leave a Reply