কর্তব্যরত স্বাস্থ্যকর্মী ও পুলিশকর্মীদের সংবর্ধিত করল বামপন্থী ছাত্র যুবরা

Social

মলয় দে নদীয়া:- কারোনা সংক্রমণ ঠেকাতে সারা দেশজুড়ে চলছে লকডাউন । আর এই লক ডাউন এর মাঝেও করোনা যুদ্ধে সামনে থেকে লড়াই করছেন স্বাস্থ্য কর্মী ও পুলিশ প্রশাসন । ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (DYFI) এবং ভারতের ছাত্র ফেডারেশন  (SFI) এর পক্ষ্য থেকে মঙ্গলবার নদীয়া জেলার রানাঘাট থানার পুলিশ অফিসার এবং কর্মীদের গোলাপ ফুল ও চকলেট দিয়ে সংবর্ধনা জানানো হয়।

এদিন সকালে রানাঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজ কুমার মালাকার ও তার সহকর্মীদের করোনা যোদ্ধা হিসেবে সন্মান জানানো হয়। এদিন জাতীয় সংগীতের মাধ্যমে তাদের বরন করে নেওয়া হয়।

 

অন্যদিকে এদিন রানাঘাট মহকুমা হাসপাতালের সুপার, কর্মরত স্বাস্থ্যকর্মী, নার্স,স্টাফদের গোলাপ ফুল ও চকলেট দিয়ে সংবর্ধনা জানানো হয়। হাসপাতালে বাইরে কিছুক্ষনের জন্য বাইরে বেড়িয়ে আসেন হাসপাতাল সুপার ডাঃ শ্যামল কুমার পোড়ে ও তার সহযোদ্ধারা।

অক্লান্ত পরিশ্রম করে জীবনের ঝুকি নিয়ে করোনা মোকাবিলায় পরিষেবা প্রদান করে চলেছেন প্রতিনিয়ত স্বাস্থ্যকর্মীরা। তাই তাদের মনোবলকে আরো একটু বাড়াতে এই উদ্যোগ গ্রহন করে বামপন্থী ছাত্র ও যুবরা বলে জানান সংগঠনের সদস্যবৃন্দ।হাসপাতালে এই সংবর্ধনা জ্ঞাপনে SFI ও DYFI এর পক্ষ্য থেকে যুবতীরা গোলাপ দিয়ে সংবদ্ধনার পাশাপাশি করোনাকে জয় করার গান করা হয় সকলে সমবেত কন্ঠে।

Leave a Reply