মলয় দে নদীয়া:- ঢাকি ছেলে মেয়ে হতে পারে তাই বলে ঢাকও?
ক্রমশই চাহিদা বাড়ছে মহিলা ঢাকির। তারা জানান পুরুষের বাজানো ঢাক আর মহিলাদের বাজানো ঢাক আকৃতিগত ভাবে আলাদা।
নদীয়ার শান্তিপুর শহরে, পাবলিক লাইব্রেরী মাঠে বোম্বেট কালির পরিচালনায় সরস্বতী বিসর্জনের শোভাযাত্রায় লক্ষ্য করা গেল এমনই ১৪ জনের একটি ঢাকিদের দল যার মধ্যে ১০ জনই মহিলা। প্রথম প্রথম লজ্জা লাগলেও বর্তমানে এই পেশায় অনেক মহিলারাই আসতে আগ্রহী রয়েছেন বলেই জানালেন মহিলা ঢাকিরা। ঢাকি দলের প্রধান তার নিজের পরিবারের বৌমা মেয়ে এবং স্ত্রীকে নিয়ে প্রথম শুরু করেছিলেন, আর এখন জেলা ছাড়িয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় উপস্থিত হন তারা এমনকি রাজ্যের বাইরে আসামেও গিয়েছিলেন তারা। সরকারি সহযোগিতায় দশটি ঢাক অনুপ্রেরণা হিসেবে পেয়েছিলেন তার পর থেকেই সম্পূর্ণভাবে এই মহিলা ঢাকির দল সংখ্যায় আরো বাড়ানোর উদ্যোগী হন তারা।