মলয় দে, নদীয়া:- খমক এমন এক বাদ্যযন্ত্র যেটা একতারার মতো প্রায় কাছাকাছি একতার বিশিষ্ট, যা মূলত ভারত এবং বাংলাদেশে অধিক জনপ্রিয় । যা ভারতের বঙ্গ, ওড়িশা, উত্তর-পূর্ব ভারত এবং বাংলাদেশে লোকসংগীতে ব্যাপক প্রচলিত, বিশেষ করে বাউল গানে। এটা থেকে একতারার পার্থক্য এটাই যে এটার মাথার দিকে একতারার মতো বাঁশের ব্যবহার নেই। এরকম ছটি খমক চারটি খঞ্জনি এবং করতাল সহযোগে ১২ জনের দল এভাবেই বিভিন্ন জেলায় এখনো বিভিন্ন অনুষ্ঠান করে ধরে রেখেছেন ঐতিহ্যবাহী এই ধরনের বাজার দল। ছজন সরকারি সহযোগিতা পেলেও বাকিদের মেলেনি এখনো। তবে তারা আশাবাদী সরকার সহযোগিতা করলে, এ ধরনের বাদ্যদল বিভিন্ন জেলায় তৈরি করা সম্ভবপর হবে।
শান্তিপুর পাবলিক লাইব্রেরীগেটে সরস্বতী পূজা উপলক্ষে শোভাযাত্রায় আগত এ ধরনের একটি দল দেখতে পাওয়া গেল।