দীর্ঘদিন ধরে জলবন্দি অবশেষে রাস্তা অবরোধ বাসিন্দাদের

Social

দেবু সিংহ ,মালদা :  দীর্ঘ ছয় মাস ধরে জলবন্দি হয়ে রয়েছেন মালদা জেলার ইংরেজবাজার পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের অধিকাংশ বাসিন্দারা। এই দুর্দশার প্রতিবাদ জানিয়ে সোমবার সকাল থেকে সংশ্লিষ্ট এলাকার শতাধিক মহিলারা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন। এদিন মালঞ্চপল্লী এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে, হাতে বিভিন্ন ধরনের প্রতিবাদের প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে বসে পড়েন সংশ্লিষ্ট এলাকার শতাধিক মহিলারা। তাঁদের অভিযোগ, দীর্ঘ ছয় মাস ধরে বৃষ্টি এবং ড্রেনের জলে জলবন্দি হয়ে রয়েছেন তাঁরা। ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষ এবং স্থানীয় কাউন্সিলরের এব্যাপারে কোনও হেলদোল নেই । তাদের উদাসীনতার কারণে দূর্ভোগে পড়তে হয়েছে ৩ নম্বর ওয়ার্ডের কয়েকশো বাসিন্দাদের।  তাই প্রতিকার চেয়ে এদিন ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। কোনরকম রাজনৈতিক ব্যানারে নয় , নিজেদের সমস্যা সমাধানে তাঁরা এই বিক্ষোভ, অবরোধ করতে বাধ্য হয়েছেন বলে জানান। প্রায় ঘন্টা তিনেক ধরে চলে এই পথ অবরোধ। ৩৪ নম্বর জাতীয় সড়কে সৃষ্টি হয় বিশাল যানজট। অবরোধ শুরর প্রায় তিন ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছায় সদর মহকুমা শাসক সুরেশচন্দ্র রানো ও ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায়। ঘটনাস্থলে পৌঁছায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তার হস্তক্ষেপে অবশেষে পথ অবরোধ তুলে অবরোধকারীরা। পরে জেলা প্রশাসন ভবনের সামনে এসে তারা বিক্ষোভ দেখায়। অতি দ্রুত সমাধান না হলে আগামী দিনে তারা আবার বৃহত্তর আন্দোলনে সামিল হবেন।

Leave a Reply