সোশ্যাল বার্তা : সারাদেশ জুড়ে চলছে করোনা সংক্রমণ। নদীয়া জেলার করিমপুর কেন্দ্রের বিধায়ক ও প্রাক্তন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জাতীয় শিক্ষক বিমলেন্দু সিংহরায় কিছুদিন আগে করোনায় আক্রান্ত হন। তারপর থেকে তিনি কোয়ারেন্টাইনে ছিলেন। কয়েক দিন আগে তাঁর নমুনায় নেগেটিভ রিপোর্ট আসে। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য করোনাকালীন পরিস্থিতিতে লকডাউন এর শুরু থেকে সাধারণ মানুষের সহযোগীতার জন্য বিভিন্ন কর্মে লিপ্ত হন ও সাধারণ মানুষের সংস্পর্শে আসেন।
মঙ্গলবার তিনি কৃষ্ণনগরের বাড়ি থেকে করিমপুরে তাঁর বিধায়ক অফিসে হাজির হন। তিনি সুস্থ হয়ে ফেরায় এলাকার অধিবাসীরা তাকে সংবর্ধনা জ্ঞাপন করলেন।
বিধায়ক জানান, বহুদিন করোনা ভাইরাসে আক্রান্ত থাকায় তিনি করিমপুর বিধায়ক অফিস যেতে পারেননি। কিন্তু করিমপুরের সাধারণ মানুষরা তাঁর জন্য পূজা-অর্চনা , নামাজপাঠ করেছেন করোনা থেকে সুস্থতার কামনায়। তাঁদের প্রার্থনার জন্য তিনি বর্তমানে করোনা থেকে মুক্তি পেয়েছেন। করিমপুর বিধায়ক অফিসে অনুগামীদের আপ্যায়নে তিনি আপ্লুত। তিনি সেবা কাজের মাধ্যম দিয়ে এভাবেই মানুষের মন জয় করে নিতে চান।