জম্মদিন পালিত হলো রক্তদান শিবির, চারাগাছ বিলি ও অনাথ আশ্রমের দু:স্থ শিশুদের শীত বস্ত্র বিতরণের মধ্য দিয়ে ।

Social

নিউজ সোশ্যাল বার্তা : নদীয়া জেলার পলাশীপাড়া থানার রাধানগর অন্বেষণ ক্লাবের কনিষ্ঠ সদস্য ‌মনোজিত বিশ্বাসের জম্মদিন পালিত হলো বিভিন্ন সামাজ মূলক কর্মকান্ডের মধ্য দিয়ে ।আয়োজন করা হয় রক্তদান শিবির, বৃক্ষ রোপন সহ চারাগাছ বিলি ও শ্যামনগর চন্দ্রনাথ বসু অনাথ আশ্রমের দু:স্থ শিশুদের শীত বস্ত্র বিতরন ।

সকাল থেকেই রাধানগর অন্বেষণ ক্লাব প্রাঙ্গন ছিল সাজ সাজ রব।৩০জনের বস্ত্রদান,৫০টি চারাগাছ বিতরণ, ২৫জন রক্তদাতা রক্ত দান করেন ।
ক্লাবের কনিষ্ঠতম সদস্য একাদশ শ্রেণীতে পাঠরত মনোজিত বিশ্বাসের জন্মদিনে এলাকার বিশিষ্ট জনদের সন্মান জ্ঞাপন করা হয় ।

Leave a Reply