শুরু হলো “মাদুর উৎসব”

Social

নিউজ সোশ্যাল বার্তা : ‘মাদুর’ শব্দটি শোনার সঙ্গে সঙ্গেই মনে পড়ে যায় গরমের দিনের কথা । একমাত্র যিনি ব্যবহার করেন তিনিই জানেন কতটা আরাম মেলে গরমের দিনে। তবে বর্তমানে শুধুমাত্র নিদ্রার জন্য নয়, মাদুর ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ভাবে- সৌখিন ব্যাগ, ঘর সাজানোর জিনিসপত্র, ফাইল–সহ নানা সামগ্রীতে। সূক্ষ্ম বুনন ও নকশার মাধ্যমে মাদুর আজ সারা বিশ্বজুড়ে সমাদৃত ।

পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের মাদুরের খ্যাতি সুপ্রাচীন। এখানকার মানুষের অন্যতম প্রধান জীবিকা মাদুরকাঠি চাষ ও বুনন। সবং ব্লকের সারতায় আজ শুরু হল ৩ দিন ব্যাপী তৃতীয় বর্ষের মাদুর উৎসব । চলবে আগামী ২২ শে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত । প্রতিদিন থাকছে মাদুর কর্মশালা ও প্রদর্শনী। পরিচালনা করছেন নিজেরাই পশ্চিম মেদিনীপুর সারতা মাদুর বয়ন শিল্পী কল্যাণ সমিতি নামে সহায়তা করছেন পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ ।

মাদুর শিল্পীদের জীবন ও শিল্পের সঙ্গে পরিচিত হতে গেলে আপনাকে যেতে হবে মেলায় । মাদুর শিল্পের পাশাপাশি থাকছে
বাংলার নানা প্রান্তের লোক সাংস্কৃতিক অনুষ্ঠান ।

Leave a Reply