মলয় দে নদীয়া:- নদীয়া জেলার শান্তিপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের হরিপুর স্ট্রীট সংলগ্ন খুঁদে কালী তলায় দীর্ঘ নয় বছর ধরে দশটি পরিবার, পচা দুর্গন্ধ নর্দমার জল বেরিয়ে ন বছর ধরে মুখ বুজে সয়ে আসছে। কখনোবা কাউন্সিলর কখনোবা চেয়ারম্যান নানা আশ্বাস দিলেও অবশেষে সুরাহা না পেয়ে আজ বছরের শুরু থেকেই সৌহার্দ্য বিনিময় বদলে ক্ষোভে ফেটে পড়লেন এলাকার পাঁচ শতাধিক অধিবাসী।
এলাকার অধিবাসীদের পক্ষ থেকে জানানো হয়, চারিদিকে উন্নয়নের বন্যা বইলেও আমাদের এলাকায় শুধুমাত্রই ড্রেনের পচা জল, জঞ্জাল, জীবজন্তুর মৃতদেহ ছাড়া মেলেনি আর কিছুই। এলাকারই এক অধিবাসী গদাধর ঘোষ জায়গা বিক্রি করে চলে যেতে বাধ্য হয়েছেন।বিস্তারিত দেখতে :—
এলাকার ৮৫ বছর বয়স্কা গোপেশ্বরী দত্ত জানান দীর্ঘদিন ধরে প্যারালাইসিস হয়ে পড়ে থাকা একজন অসুস্থ রোগী কিভাবে জল পেরিয়ে ডাক্তারের কাছে যায়!
এলাকার অধিবাসী নারায়ণ চন্দ্র দত্ত অনেকদিন ধরে শান্তিপুর এই এলাকায় বাস করছেন, বিগত ন বছর যাবত পৌরসভায় ঘোরাঘুরি ফলস্বরুপ, তার কপালে জুটেছে তিরস্কার।
অভিযোগ এলাকাবাসী যাতে অন্য জায়গা থেকে জল এই রাস্তায় পুনরায় প্রবেশ না করাতে পারে, তার জন্য মাটি ফেলে পাশাপাশি সমস্ত ড্রেন গুলোকে বন্ধ করে দেয়। সকাল আটটা থেকে, একটা পর্যন্ত চলে রাস্তায় বসে, স্লোগান তুলে, চলে এই গণ-বিক্ষোভ।