মলয় দে , নদীয়া:- আজ সকাল ৮:৩০ মিনিট নাগাদ এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে, শান্তিপুরের বিভিন্ন এলাকা প্রভাত ফেরী করে নিমন্ত্রণ পর্বের মধ্য দিয়ে শুরু হলো এবছরের নাট্যমেলা। শান্তিপুর পাবলিক লাইব্রেরির মাঠে নির্মলেন্দু লাহিড়ী মঞ্চে দর্শকদের মনোরঞ্জনের জন্য নাটক, হস্তশিল্প লোক -গান,নাচ, সহ নানা বিষয় উপস্থাপিত হবে।
চলবে আগামী ২৫ শে ডিসেম্বর পর্যন্ত। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পীরা পরিবেশন করবেন । মুল মঞ্চে রঙ্গপীঠ সহ আরো পাঁচটি দল, মুক্তমঞ্চে অংশগ্রহণ করছে চারটি দল, যার মধ্যে একটি দল আসে সুদূর দিল্লি থেকে । এবছরের নাট্য মেলার বিশেষ আকর্ষণ ৬ জন মহিলা দ্বারা নির্দেশিত নাটক মঞ্চস্থ হতে চলেছে। এছাড়াও নদীয়া জেলা আদিবাসী উন্নয়ন সমিতি পরিচালিত ঝুমুর নাচ ও টুসু গান বাড়তি মনোরঞ্জন করাতে পারবে নাট্য প্রেমী দর্শকদের।