জলে ভাসছে সোনার ধান, সদ্য রোপণ করা সরষে ! ধনিয়া পালং এর জমিতে জল মাথায় হাত অন্নদাতাদের

News

মলয় দে নদীয়া:- গত আষাঢ় শ্রাবণ মাসে ও একভাবে লাগাতার এতক্ষণ ধরে বৃষ্টি হয়নি, এমনকি বন্যাতেও এত পরিমান ফসলের ক্ষতি হয়নি বলেই জানালেন অন্নদাতারা। নিম্নচাপের কারণে গত দু’দিন ধরে লাগাতার বৃষ্টিতে, খাদ্য রোপন করা ধনিয়া, সরষে পালংয়ের জমিতে জল থৈ থৈ। এই সময় ফুলকপি বাঁধাকপি বিট গাজর টমেটো আদা রসুন পেঁয়াজ এবং আলুর জমিতে জল জমে নারায়ণ ছত্রাক ঘটিত সমস্যা তৈরি হবে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর পাওয়া গেলেও, এত অল্প সময়ে বিঘার পর বিঘা ধানের জমির ধান কেটে গোলায় নিয়ে যেতে পারেননি অনেক কৃষকই। তারা বলেন এমনিতেই কৃষিকাজের শ্রমিক এর অভাব, তার ওপর এত অল্প সময়ের মধ্যে ফসল গোছানোর সময় পাওয়া যায়নি , ফলে মাঠেই জড়ো করা রয়েছে ধান। বিচুলির অবস্থাও তথৈবচ। এমন বেশ কিছু জমি আছে যেখান থেকে জল নিষ্কাশন করা সম্ভব নয়, সেখানে সমস্ত চারা গাছ এবং বীজ পচে নষ্ট হয়েছে। এ বিষয়ে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গেছে সবজি বাজারের উপরে বড় প্রভাব পড়তে পারে।

তবে চাষিদের পরিবারের পক্ষ থেকে আক্ষেপ করে এক কলেজ পড়ুয়া জানায় কৃষক আন্দোলনের সময় স্ট্যান্ড উইথ ফার্মার ট্যাগটি সাধারণ মানুষের ফেসবুক ওয়ালে ঘোরে কিন্তু প্রকৃতির রোষানলে এখন আমরা ক্ষতিগ্রস্ত কয় জনই বা ভাবছে চাষিদের নিয়ে ।

Leave a Reply