মালদাঃ—অভিযোগ পথ অবরোধে আটকে পড়ে অ্যাম্বুলেন্সে মৃত্যু মালদার ৭ বছরের শিশুর।মৃত শিশুর বাড়ি মালদার মোথাবাড়ি থানা এলাকার জোত অনন্তপুর গ্রামে।
জানা যায় মঙ্গলবার রাতে মালদা থেকে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল। পথে নদীয়ার কৃষ্ণনগরে রাস্তা অবরোধে আটকে যায় অ্যাম্বুলেন্স পথে মৃত্যু হয় ওই শিশুর।
জানা গিয়েছে মৃত শিশুর নাম সাকিবুল শেখ(৭)। বাড়ি মোথাবাড়ি থানার বাঙিটোলা এলাকায়। সে এলাকার একটি বেসরকারি স্কুলের প্রথম শ্রনীর ছাত্র। মঙ্গলবার বিকেলে বাড়ির ছাদে খেলা করছিল। সেই সময় সে ছাদ থেকে পরে যায়। তার বাম দিকে মাথায় আঘাত লাগে। তরিঘরি তাকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে মেডিক্যালের কর্তব্যরত মেডিক্যালের চিকিৎসকেরা তাকে কলকাথার এস এস কে এম এ স্থানান্তর করে। তারা এখান থেকে রওনা হয় কলকাতার উদ্দ্যোশে। পথে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পূজার সাং এর দাবিতে এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয়রা।
পরিবারের অভিযোগ সেখানে আটকে পরে অ্যাম্বুলেন্সটি। তাদেরকে বার বার অনুরোধ করা হলেও তারা অ্যাম্বুলেন্সটি ছাড়েনি তারা। প্রায় দুই ঘন্টা আটকে থাকে অ্যাম্বুলেন্সটি। ফলে মৃত্যুর কোলে ঢলে পরে শিশুটি। সেখান থেকে বাড়িতে ফিরিয়ে আনে শিশুটিকে। পরাবারের দাবি যারা পথ অবরোধ করেছে তাদের কঠোর শাস্তির দাবি জানায়।