মলয় দে, নদীয়া:- শীতকালে বিভিন্ন পুষ্প মেলায় চোখজুড়ানো চন্দ্রমল্লিকা, থাবা গাঁদা পমপম ,ডালিয়া নানান ফুলের সমাহার দেখতে হয় হাজির হন সকলেই। এমনকি প্রত্যেক বাড়ির ছাদের কার্নিশে অপরূপ শোভাবর্ধনকরে বিভিন্ন শীতকালীন ফুল। দর্শক হিসেবে আমরা তা দেখে কেউ মোবাইলে বা ক্যামেরায় বন্দি করি বিনিময়ে বড়োজোর বাহবা দিই। আর তাতেই খুশি ফুলচাষীরা। অথচ সন্তান সম প্রায় চার মাস ধরে প্রতিদিন নিয়মিত প্রতিপালন করা ফুলচাষীরা এবার চিন্তায়! লাগাতার বৃষ্টির ফলে গতবছরের গাছের কাটিং হয়েগেছিলো কিন্তু পটিং অর্থাৎ ছোট ছোট পটে বসানো ব্যাঘাত ঘটছে দীর্ঘদিন ধরে।
অন্যদিকে বাতাসের আদ্রতা বৃদ্ধি এবং রোদ্রউজ্জল না হওয়ার কারণে গাছের শেকড় এবং বিভিন্ন অংশ পচন ধরছে’, বিভিন্ন ছত্রাক ঘটিত রোগের বাসা বাঁধছে। তারা আন্দাজ করছেন এভাবে যদি আর কিছুদিন চলে তাহলে কোনোভাবেই চারা গাছের স্বাভাবিক বৃদ্ধি সম্ভব নয় হলে উন্নতমানের ফুল ফোটার কোন সম্ভাবনা থাকবে না। পলি হাউস তৈরি করে তার মধ্যে চারাগাছ রাখলেও, সংখ্যাধিক্যের কারণে সব চারা গাছ রাখা সম্ভব হচ্ছে না।