মলয় দে, নদীয়া:-নদীয়া জেলার শান্তিপুর হরিপুর অঞ্চল এবং শহরের সংযোগস্থলে একটি কবরস্থানের পাশে এক বৃদ্ধকে গতকালকেও অসুস্থ অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পথচারীরা । সহানুভূতি কিছু বাক্য ছাড়া বৃদ্ধের মেলেনি কিছুই ।
ওই এলাকার মেলের মাঠ পেয়ারাবাগানের বাসিন্দা সুমিতা মন্ডল, অবশ্য খোঁজ খবর নিয়েছিলেন, মুড়ি দিয়েছিলেন খেতে। কলকাতায় আয়ার কাজ করতেন তিনি। কাজ হারিয়েছেন লকডাউনে কিন্তু অভ্যাস বদলায়নি এতোটুকু ! বিরুদ্ধে দুই পায়ে দগদগে ঘায়ে মাছি বসছে, তার নিজ হাতেই পরিষ্কার করেছিলেন, পরিয়ে দিয়েছিলেন বাড়ি থেকে আনা সোয়েটার জামা লুঙ্গি।
আজ ওই রাস্তার উপরেই অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাঁকে, আবারো সকলের ভীড়, প্রশাসন, পৌরসভার বৃদ্ধ আবাসনে জানিয়েও কোনো লাভ হয়নি বলে জানান এলাকাবাসী। তবে স্থানীয় কিছু যুবক সুমিতা মন্ডল কে সহযোগিতা করেন ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যেতে। সত্তরোর্ধ্ব ওই বৃদ্ধের নাম রামা শঙ্কর সাউ ছাড়া আর কিছুই জানা যায়নি। বর্তমানে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে তিনি ভর্তি, এখনো পর্যন্ত তার বাড়ি খুঁজে পাওয়া যায়নি। ওই এলাকার রিয়েল হিরোদের সম্মান জানাতে সুমিতা দেবীর সেবার মনোভাবকে অন্যদের চেতনা জাগ্রত করতে, সর্বোপরি আপনাদের প্রচুর শেয়ারের মাধ্যমে এই বৃদ্ধকে তার সঠিক ঠিকানায় পৌঁছে দিতে আমাদের এই বিশেষ প্রতিবেদন।