পাটাশপুরের বন্যা কবলিত এলাকার মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিল পঁচেট জুয়েল স্টার ক্লাব

News

সোশ্যাল বার্তা : শারদীয়ার প্রাক্কালে পঁচেট জুয়েল স্টার ক্লাবের পক্ষ থেকে বস্ত্র বিতরণ। পাটাশপুরের বন্যা কবলিত এলাকার ১০০ জন মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো পঁচেট জুয়েল স্টার ক্লাবের পক্ষ থেকে। এই পুজোয় সাবার মুখে হাসি দুস্থ পরিবারের ছেলে, ময়ে ,মহিলা,বৃদ্ধ বৃদ্ধাদের হাতে পূজোর নতুন পোশাক তুলে দেওয়া হয়। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, সমাজসেবী নীলমাধব দাস অধিকারী. ক্লাবের সম্পাদক সৈকত মাইতি,ক্লাবের সহ সভাপতি প্রদীপ মাইতি, সদস্য চন্দন রাউৎ,সদস্য সুদিপ রাউৎ, ক্লাবের পক্ষ থেকে চন্দন রাউৎ জানান এই কর্মসূচি এবছর দ্বিতীয় বর্সে পড়ল। প্রথম পর্যায়ে ১০০ জন মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো আগামী কয়েক দিন ধরে এই কর্মসূচি চলবে ধর্ম যার যার উৎসব সবার সুখ দুক্ষে সবাই মিলে থাকবো মোরা একসাথে এই বর্তা নিয়েই ক্লাবের পক্ষ থেকে দুস্থ পরিবার গুলির হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো।

Leave a Reply