দেবু সিংহ,মালদা: বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে আদিবাসীদের সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে বর্ণাঢ্য রেলি করা হলো গাজোলে। এর পাশাপাশি বেশকিছু দাবি-দাওয়ার বিষয়গুলো তুলে ধরা হয় এই রেলির মাধ্যমে।
সোমবার সকালে গাজোল শহর জুড়ে আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে শতাধিক সদস্যরা বিশাল একটি রেলি করেন । যেখানে আদিবাসীদের এই সংগঠনের সভাপতি বিনয় বেসরা জানিয়েছেন, সিধু কানু নামে ট্রাস্ট গঠন করতে হবে। ঝাড়খণ্ডের ডমিসাইল নীতি লাগু করতে হবে । সাঁওতালি ভাষা অলচিকি মাধ্যমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত চালু করতে হবে । এরকমই বেশকিছু দাবি-দাওয়ার বিষয় নিয়ে এদিন বিরসা মুন্ডার জন্ম জয়ন্তীতে দাবি জানানো হয়েছে।