মলয় দে নদীয়া:- প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি উপেক্ষা করে নদিয়ার কৃষ্ণনগরে প্রাচীন প্রথা অনুযায়ী অনুষ্ঠিত হলো জগদ্ধাত্রী পূজার সাং নিরঞ্জন যাত্রা। নিম্নচাপের কারণে দুইদিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। কিন্তু সেই বৃষ্টিপাত কে উপেক্ষা করে রবিবার বিকেল থেকে রাত অবধি ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পূজার সাং উপলক্ষে রাজ পথে নেমে প্রতিমা নিরঞ্জন যাত্রার অংশীদার হতে দেখা যায় উৎসাহী আপামর কৃষ্ণনগর বাসিকে।
এছাড়াও একদিকে করোনা অতিমারি আতঙ্ক, অন্যদিকে প্রশাসনিক বাধ্যবাধকতা, সাথে প্রাকৃতিক দুর্যোগ, এই সব কিছু প্রতিবন্ধকতাকে কাটিয়ে কার্যত সাং উপলক্ষে এই দিন আনন্দ উৎসবের মাতলেন কৃষ্ণনগরের বাসিন্দারা।