নদীয়ার পানপাড়া দীপ্ত জ্যোতি কালচারাল এন্ড সোসাইটি শিশুদের হাতে নতুন বস্ত্র তুলে দিল

News

মলয় দে নদীয়া:- দেবীপক্ষের শুরু মা দুর্গার আগমন তারমধ্যে ইতিমধ্যে আজকে পঞ্চমী। পঞ্চমীর শুভ লগ্নে গরীব দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে কার না ভালো লাগে। এরকমই এক সুন্দর উদ্যোগ দেখা গেল পানপাড়া দীপ্ত জ্যোতি কালচারাল এন্ড সোসাইটির তরফ থেকে। পঞ্চমী শুভলগ্নে প্রায় ১৫০ জন শিশুদের হাতে তুলে দেয়া হলো নতুন বস্ত্র। দু’বছর ধরে করোনাকালীন পরিস্থিতিতে প্রত্যেকেই দিশেহারা এমন অনেক মানুষ ই আছেন যারা এই পুজোর সময় বাচ্চাদের মুখে হাসি ফুটিয়ে তাদের হাতে নতুন বস্ত্র তুলে দিতে পারেনা এমনি শিশুদের মুখে হাসি ফোটানোর দায়িত্ব নিয়েছেন পানপাড়া দীপ্ত জ্যোতি কালচারাল এন্ড ওয়েলফেয়ার সোসাইটি। মানুষের এই কর্মহীন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়াতে পারে খুশি সদস্যরা। আম্ফান থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সমানভাবে মানুষের পাশে ছিল পানপাড়া দিব্যজ্যোতি কালচারাল এন্ড ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা। আবারো মানুষের মুখে হাসি ফোটানোর উদ্যোগ নিয়ে শিশুদের মুখে ফুটে উঠল হাসি। মহা পঞ্চমীর শুভলগ্নে নতুন বস্ত্র পেয়ে খুশি বাচ্চারা তাদেরও এবার নতুন জামা পড়ে মা দুর্গা কে দেখার সুযোগ হবে। কি বলছে পানপাড়া দীপ্ত জ্যোতি কালচারাল এন্ড ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা শুনে নেব আমরা।

Leave a Reply