মলয় দে নদীয়া:- ১৯৬৪ সালের আগে পর্যন্ত প্রতি বছর নভেম্বর মাসের ২০ তারিখ পালিত হতো শিশু দিবস (Children’s Day)। শুধু ভারত নয় বিশ্বের অন্য দেশেও ওই তারিখটি পালনের কথা ঘোষণা করেছিল রাষ্ট্রসঙ্ঘ। কিন্তু ওই বছর নেহরুর মৃত্যুর পর থেকে সর্বসম্মতিতে আজকের দিন অর্থাৎ ১৪ই নভেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মদিবস উপলক্ষে শিশু দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
শিশু শ্রম এবং শিশুদের পুষ্টি শিক্ষা নিয়ে বিতর্ক রয়েই গেছে তবে এই দিনটিতে শিশুদের নিয়ে নানান সরকারি-বেসরকারি অনুষ্ঠান লক্ষ্য করা যায়। আজ নদীয়ার শান্তিপুরে বিশেষভাবে সক্ষমদের সংস্থা প্রতিবন্ধনের বেশকিছু খুদে সদস্যদের খেলনা, লজেন্স বিস্কুট দিতে হাজির হয়েছিল শান্তিপুরের সামাজিক সংস্থা সংকল্প। সংগঠনের পক্ষ থেকে কুশল প্রামানিক জানান, দীর্ঘ লকডাউনে কর্মহীন পরিবারের প্রতিবন্ধকতা যুক্ত শিশুদের মুখে হাসি ফোটাতে আজকের এই উপহার।
ফুলিয়া টাউনশিপের পঞ্চায়েত প্রধান উৎপল বসাকের একমাত্র ছেলে অভিরাজ বসাকের তিন বছরের জন্মদিনে এই বিশেষভাবে সক্ষম শিশুদের হাতে সুদূর ফুলিয়া থেকে শান্তিপুর এসেছিলেন সস্ত্রীক। উৎপল বাবু বলেন গতবার করো না পরিস্থিতির মধ্যে কিছুই করা হয়নি জন্মদিন উপলক্ষে, এবছর পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই মনে পড়েছে আমারই সন্তানের মতন আরও বেশ কিছু সন্তান আছে যারা প্রতিবন্ধকতা যুক্ত তাই তাদের মুখে হাসি ফোটানো দরকার।
উৎপল বাবুর স্ত্রী সোনালী বসাক জানান, বাচ্চারা যা দেখে তাই শেখে, নিজে হাতে সকলকে দেওয়ার থেকে বড় শিক্ষা আর কি আছে?