মলয় দে, নদীয়াঃ ১০০ শতাংশ মানুষকে দ্রুত টিকাকরণ করতে আজ থেকে শুরু হলো শিমুরালি গ্রাম পঞ্চায়েতে টিকাকরণ শিবির। শারদ উৎসব মিটতেই মানুষকে করোনা প্রতিষেধক টিকা প্রদান করতে উদ্যোগী হলো শিমুরালি গ্রাম পঞ্চায়েত। শারদ উৎসব এর আগে যে সমস্ত মানুষেরা করোনা প্রতিশোধক টিকা পাননি, তাদের বাড়ি বাড়ি গিয়ে আশা কর্মী সহ বিভিন্ন স্বাস্থ্যকর্মীরা নামের তালিকা নিয়ে এসে পঞ্চায়েতে নথিভূক্ত করেছিলেন। আর সেই তালিকা অনুযায়ী আজ থেকে পুনরায় শুরু হল টিকাকরণ।
গ্রাম পঞ্চায়েত প্রধান প্রতিমা মন্ডল জানান আজ শিমুরালি গ্রাম পঞ্চায়েতের এলাকায় দুটি স্থানে ৫০০ মানুষকে করোনার প্রতিষেধক টিকাকরণ করা হচ্ছে। এই টিকাকরণ এর ফলে শিমুরালি গ্রাম পঞ্চায়েতের প্রায় একশো শতাংশ মানুষই টিকা পেয়ে যাবেন বলে জানান।