নদীয়ায় অকাল বর্ষণে পন্ড জগদ্ধাত্রী পুজোর উৎসব ! মাথায় হাত মেলার দোকানিদের

News

মলয় দে নদীয়া:- গত বছর ছিলো প্রশাসনিক গরম, এ বছর তা যদিও কিছুটা শিথিল হয়েছিলো, আকাশ হলো নরম! আর এই দুইয়ের জেরে একদিকে যেমন উৎসবমুখি মানুষ বিষন্ন ঠিক তেমনি রুটিরুজি জোগাড়ে মাথায় হাত পড়েছে মেলা দোকানিদের। হাওয়া অফিস থেকে জানা গেছে

আগামী ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে আবহাওয়ার তেমন কোনো সতর্কতা না থাকলেও
দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির (৫ – ২০ মি.মি) সম্ভাবনা।নদীয়া, এবং পার্শ্ববর্তী জেলার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী ধরণের বৃষ্টি (২০ – ৬০ মি.মি) হতে পারে। গতকাল জগদ্ধাত্রী পুজোর ছিলো নবমী, আজ বিজয়া দশমী। খুব জোরে বর্ষণ না হলেও এই দুদিনই প্রায় সব সময় লেগেছিলো বৃষ্টি। তাই ছাতা আর কাঁথার সহবস্থান লক্ষ্য করা যাচ্ছে ।

সরকারি বিধি নিষেধে বন্ধ বিসর্জনের শোভাযাত্রা ।উৎসবপ্রেমীদের আশা-প্রত্যাশায় জল ঢেলে দিলো এই অকাল বর্ষণ। চাষের মাঠেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় কৃষকরা। অন্যদিকে দূরদূরান্ত থেকে আগত মেলার বিক্রেতারা আশাহত। ফুচকা এগ রোল চাওমিন জিলিপি দোকানদারদের অবস্থা আরো খারাপ কারণ, তাদের প্রস্তুতি নিতে হয় অনেক আগে থেকে।

Leave a Reply